অভিনন্দন
মোঃ ইব্রাহিম হোসেন

সালাম সালাম হাজার সালাম
তাঁর প্রতি যে ভাই,
হাফেজ শালেহ আহমদ তাকরিম
যাঁর তুলনা নাই।

আল কোরআনের বাণী বুকে
জয় জয়কার সুর,
কণ্ঠে যেন মধুর সুধা
কী যে সুমধুর!

আরবের কিং আব্দুল আজিজ
ইন্টারন্যাশনাল জোন,
হিফজুল কোরআন কমপিটিশন
প্রতিযোগীর টোন।

এক শত আর এগারোটি
দেশ লড়াইয়ের ক্ষণ,
মধুর সুরের তিলাওয়াতে
কাড়েন সবার মন।

তাঁদের মধ্যে তৃতীয় তিনি
বাংলাদেশের ধন,
হীরা মানিক তুচ্ছ সবই
সবার প্রিয়জন।

হাজার ফুলেল শুভেচ্ছা ও
অভিনন্দন তাই,
আইসো সবাই আমরা তাঁকে
বুকেতে দেই ঠাঁই।
===============





বঙ্গ নারীর গৌরব
মোঃ ইব্রাহিম হোসেন

বাংলাদেশের গৌরব তুমি
বাঙ্গালিদের জান,
এই শিরোপা জয়ে দেশে
আনলে খুশির বান।

শত শত দলের সাথে
টেক্কা দিয়ে আজ,
বিশ্বে তুমি মহারানী
সবার মাথার তাজ।

মান রেখেছো বাংলাদেশের
তুমিই দেশের প্রাণ,
ও সাবিনা হবে না শেষ
তোমার এ জয় ম্লান!

দেশের তরে প্রভুর দ্বারে
নুয়াই থাকি শির,
তোমার মত প্রতি ঘরে
জন্মে যেন বীর।

দোয়া করি তোমার তরে
অনেক বড় হও,
বিশ্ব মাঝে চিরদিনই
স্মরণীয় রও।