রমজানের শিক্ষা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-০৩-২০২৪ ইং


এসেছে যে রমজান যাবে ফের চলে,
দেখো দেখো কাঁদে লোক দু'চোখের জলে।
মানুষে মানুষে নাই যেন ভেদাভেদ,
সবাই এখন দেখি প্রভুর আবেদ।


তারাবিটা পড়িবার পড়ে কত ধুম!
রমজানে থাকে না যে কারো চোখে ঘুম।
সেহরিতে ইফতারে কত আয়োজন!
থাকে না রোজার শেষে আর প্রয়োজন।


পাঞ্জাবি গায়ে তার শিরে পরা টুপি,
দরবেশ সেজে রয় মহাজন চুপি।
ক'টাদিন পর ফের বাড়ে প্রতিশোধ,
হত্যা ও ধর্ষণ আর অবরোধ!


যতদিন রোজা থাকে সে তো বড় পীর,
একমাস পর দেখি বুকে মারে তির।
ভুলে যায় সব কিছু হালাল হারাম,
দান খয়রাতে কিনে বিলাসী আরাম।


এভাবেতে হয় নাকো সিয়াম সাধন,
চিরদিন বেঁধে রাখো প্রীতির বাঁধন।
সততা শুধু কি রয় রমজানে ভাই ?
বছরের বারোমাসে এর ফল চাই।


রমজান এ শিখায় সবাই মানুষ,
পাপাচার দূরে রয় উড়ায় ফানুস।
নয় শুধু একমাস বছরের পণ,
শুদ্ধ অটুটে থাক সকলের মন।