স্বপ্নের সেতু
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৫-০৬-২০২২' শনিবার

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো
স্বর্ণ দিয়ে গড়বে দেশ,
আপামর এই আমজনতা
শান্তি সুখে থাকবে বেশ।

হয়নি পূরণ অনেক আশা
শত্রুসেনার হাতে খুন,
সোনার বাংলার এই মহাবীর
নাই দেশে তাই লাগলো ঘুণ।

কালজয়ী সেই নেতার কন্যা
শেখ হাসিনার হাত ধরে,
উন্নয়নের অগ্রগতি  
গর্বে দেশের বুক ভরে।

তাঁর অবদান হবে না ম্লান
উন্নয়নের জোয়ার বয়,
লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে
পদ্মা সেতুর বিজয় হয়।

সেই সেতুর আজ উদ্বোধনে
আমজনতার খুশির বান,
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ
দেশ জনতা গাইছে গান।