শরতের সমাহার
মোঃ ইব্রাহিম হোসেন  (০৩-১০-২০২২)

নদী ঘাট ফাঁকা মাঠ
               আকাশটা নীল নীল,
সাদা মেঘ ছুটে বেগ
             জমে থাকা কিছু শিল।

উড়া-উড়ি ঘুরা-ঘুরি
                       ধাক্কায় ঘর্ষণ,
ঝরে পড়ে ঝরঝর
                   লঘু লঘু বর্ষণ।

কাশফুল ঘাসফুল
             বাতায়নে দোল খায়,
ফুল ফোটে অলি জোটে
              বাগে তারা ছুটে যায়।

পুকুর ও জলাশয়ে
                     পদ্ম ও শাপলার,
লাল সাদা কত রঙ
                 জলরাশি পাতলার।
      

নানা জাতি প্রজাপতি
                 পাখনায় ভর তার,
মৌ মৌ সৌরভে
                ভ্রমরেরা একাকার।

চৌপর রোদ্দুর
               আকাশের সীমানায়,
নদীজল ছলছল
               পাল তুলে মাঝি বায়।

এলোকেশে এলো হেসে
                শরতের রূপরানী,
রঙধনু সাত রঙে
                 ডাকে আয় হাতছানি।

অপরূপ কী দারুণ
                বিধাতার সেরা দান!
প্রকৃতির এ লীলা
                    কাড়ে সব মনপ্রাণ।