শিশুকাল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০৯-২০২২ ইং

ছোট্ট বেলা সুখের ভেলা
আনন্দেরই ক্ষণ,
মা ও বাবা ভাই বোন আবা
সবার প্রিয়'জন।

করলে হিসু কচি শিশু
রাগ করে না কেউ,
তবু্ও তাদের বক্ষ মাঝের
বিনোদনের ঢেউ।

হামাগুড়ি বাহাদুরি
ছেলেবেলার খেল,
আদর করা জড়িয়ে ধরা
অঙ্গে মালিশ তেল।

বাবার পিছু মাথা নিচু
একটু বকা ফির,
থমকে দাঁড়া ঠায়ে খাড়া
অথবা দৌড় নীড়।

মায়ের আঁচল চোখের কাজল
সাত রাজারই ধন,
যত্নে লালন করেন পালন
সুঠামে রয় তন।

খেলাধুলা গাজর মুলা
ধুলোর বাড়ি ঘর,
লাগলে তনে মাঠ ও বনে
কাদা মাটির ডর।

মায়ের বকা বাবার ঝোঁকা
লুকোচুরি ওই,
সন্ধ্যা হলে চোখের জলে
কই খোকা তুই কই?

এই হালে হায় দিনগুলো যায়
আসে কিশোর কাল,
পড়ার চাপে পরাণ কাঁপে
উঠবে গায়ের ছাল।

কিশোর বেলা পড়ায় হেলা
করলে জীবন ক্ষয়,
এই উপদেশ দূর করো দ্বেষ
গুরুজনে কয়।

নাইকো চিন্তা ইবনে বিনতা
বাজতো সুখের বীণ,
বাপের হোটেল নানান মডেল
রঙ বাহারের দিন।
===============


ভরসা
মোঃ ইব্রাহিম হোসেন (২৭-০৯-২০২২)

গর্জনে মেঘ তীব্রতা বেগ
অন্ধকারের দিক,
ভাসমান রথ দর্শনে পথ
নাই কোনো তার ঠিক।

যাত্রীরা সব কান্নাতে রব
বাঁচার উপায় নাই,
ঢেউয়ের বাড়ি ছিঁড়ে যায় নাড়ি
আশ্রয় কোথা পাই ?

ভাঙ্গিনি তবু আছে ওই প্রভু
বিপদ কালের সাথী,
অমানিশা ঘোর আসবে যে ভোর
নাহি থাক সাথে বাতি।

ধরেছি এ হাল নই বেসামাল
ভিড়বে পারের তরী,
শঙ্কিত নই সাহসেই রই
কাউকেই নাহি ডরি।

যতই পাষাণ হোক না তুফান
সঙ্গী দ্বীনের নবী,
আল্লাহ বুকে দুঃখে ও সুখে
উঠবে রঙিন রবি।