একাত্তরের রক্ত  
ইব্রাহিম হোসেন

একাত্তরের রক্ত ক্ষয়ে
রক্ত নদীর বন্যায়,
পেয়েছি স্বাধীনতা, হয়েছি স্বাধীন মোরা
হয়েছে নতুন রবি অভ্যুদয় ।

একাত্তরে লাখো শহীদের
লাখো জীবনের বিনিময়,  
আজকে স্বাধীন মোরা, নই পরাধীন
জীবন সবার মধুময় ।

একাত্তরে লাখো মা-বোনের
ইজ্জত হরণের বিনিময়,
পেয়েছি স্বাধীনতা, হয়নি জীবন বৃথা
তাঁদের স্বরণে ঝরে আঁখিদ্বয় ।

একাত্তরে যুদ্ধ করে, রক্ত দিয়ে
কিনে পেয়েছি বিজয় ,
বিশ্বের এক মানচিত্রে পেয়েছে খুঁজে
বাংলাদেশ তার পরিচয় ।

নয় ভীতো বাঙালি, জাগ্রত নির্ভীক
দেশের যে বীর সৈনিক  ;
ছিনিয়ে বিজয়টাকে বুকে ধরে রেখে
বাংলায় কথা বলে দৈনিক ।

আর নেই হাহাকার, নেই সেই রাজাকার
বাংলাদেশ আজ মুক্ত ,
পাকিস্তানি সেই হানাদার বাহিনী
নেই দেশের সাথে যুক্ত ।

মুক্ত, মুক্ত, মুক্ত দেশ
মুক্ত দেশের সব জনগণ ,
মনে পড়ে যখন, একাত্তর তখন
জেগে উঠে মনে শিহরণ ।

মুক্ত আমার দেশ, মুক্ত তোমার দেশ
আমরা দেশের যে ভক্ত ,
ঝরতে দেবনা যে আর কখনো
একাত্তরের সেই রক্ত ।