ভ্রমের মাশুল
মোঃ ইব্রাহিম হোসেন

তোকে আমি ভালোবেসে করেছি যে ভুল,
দিয়ে যাই কেঁদে কেঁদে ভ্রমের মাশুল।
পারিনি কো দাঁড়াতে যে নিজ পায়ে হায়!
ভবঘুরে এ ললাটে দু'কূল হারায়।

আজ তুই বহু সুখী মুখভরা হাসি,
নিপতিত এ জীবন আঁখি জলে ভাসি।
ভালোবেসে কেউ সুখী বহে চলে নদী,
অভাগা প্রেমিক আমি কাঁদি নিরবধি।

এ মনের বাগে ছিলো শত ফোটা ফুল,
এক ভুলে হারালাম জীবনের কূল!
ভালোবাসা পাপ নয় তবু পাপী আজ,
প্রেম অপরাধে শিরে আজও পড়ে বাজ।

পৃথিবীর কোনখানে নাহি পাই ঠাঁই,
অথই সাগরে হারে যেদিকে তাকাই।
ধেয়ে আসে শনশন বোশেখের ঝড়,
মরন্ত মানুষ আমি ধুধু বালুচর!

সতেরো বছর থাকে কুকুরের বিষ,
আজীবন রয়ে গেলো প্রেমো বাণ ইশ!
এ কেমন মারিলিরে বেগবান তির ?
বিনাশ করিলি হায় ঝরে আঁখি নীর!

(রচনাকালঃ ০৪-০৩-২০২৩, শনিবার।)