অন্তরাত্মা
মোঃ ইব্রাহিম হোসেন

কৃত্রিমতা বাহ্যিকতা
নয় তো  আসল রূপটা,
আত্মা যদি শুদ্ধতে রয়
শুদ্ধ মনের ধূপটা।

রঙ বেরঙের সাজসজ্জা তো
বিলীনে হয় মাটি,
মৃত্তিকাতে গঠন তোমার
হৃদয় করো খাঁটি।

চাঁদের মতই দেখতে ভালো
ভেতর ভরা বিষ্ঠায়,
আঁধার ভুবন জীবন কালো
না যদি রও নিষ্ঠায়।

গুরুজনের ভক্তিহারা
মনেতে নাই শ্রদ্ধা,
জীবন তোমার বিফলে হায়
হও না যতই যোদ্ধা।

বাহ্যিকতায় হয় না মিলন
দু'টি মনের মাঝে,
অন্তরাত্মায় অন্তরঙ্গ
সুখেরই বীণ বাজে।
===========


চাঁদনি রাতের ভূত
মোঃ ইব্রাহিম হোসেন

দিনের শেষে সূর্য ডুবে
চাঁদের হাসি ফোটে,
তারার মেলা দারুণ খেলা
জোনাক পোকা জোটে।

হিমেল বায়ু রাতের স্নায়ু
ভূতের বাণী বেশ,
কল্পনাতে শঙ্কা মনে
জীবন বুঝি শেষ।

দাদার লাঠি ধূপের কাঠি
সাহস মনে দেয়,
চন্দ্র মামা বদন খানা
এ প্রাণ কেড়ে নেয়।

মেঘের ভেলা চাঁদকে ঘিরে
ঝাপসা ভব হয়,
গহিন রাতে সঙ্গী সাথে
একটু লাগে ভয়।

গল্প জমে ডর যে কমে
চাঁদনি রাতে সেই,
রাত পোহালে সকাল হলে
ভূতের রানি নেই।

==========