যখন তুমি এলে ভোরের বেলা হয়ে______
প্রথম প্রভাত হল জীবনে আমার।
   ভোরের স্নিগ্ধ আলো প্রথম
      চুমল যখন নয়নদুটি
   সোহাগ মাখা চক্ষু আমার
    দেখল রঙীন পৃ্থিবীকে।।
  মন-আঙিনায় শিমুল পলাশ
    উঠল রেঙে নিজের রঙে,
    মন-পাখীরা উঠল গেয়ে
     নিজের সুরে ঐক্যতানে।।
  ছড়িয়ে দিলে কিরণ তোমার
   অঙ্গে অঙ্গে মনের কোনে,
    আদর মাখা কিরণ মেখে
     দ্বীপ্তি এল মনে প্রানে।।
   বুঝিয়ে দিলে নইতো একা
   ছোট্ট হলেও আকাশ ভরা
   তোমার কাছে বিরাট সূর্য
  আমার আছে চাঁদ তারারা।।
  নিয়ম মেনেই ফিরে ফিরে
   ঘনিয়ে আসে অন্ধকার,
তোমার পরশ দিয়ে আবার  
খোলাও আলোর বন্ধ দ্বার।।
  হাজার তারার দ্বীপ্তি আর
  তোমার দ্বীপ্তি নিয়ে সাথে
  করেছি শপথ চলব দুজন
  ঝড় তুফানেও একই পথে।।
   আমাদের এই চলা দেখে  
   সূর্য দেখবে অবাক চোখে
  আমাদের সুখের কথা বলা
  বাতাস শুনবে কান পেতে
    আশিষ মাখা আর্শিবাদ
  পরবে ঝরে মোদের উপর
   মাখিয়ে দেব মেখে নেব
     চলবে যুগ যুগান্তর।।