নন্দিনীদের কেউ মনে রাখে না।
সাজানো ঘুঙুরে-লুকোনো কান্নায়,
ওদের স্বপ্নের বেসাতী।


স্বপ্ন আছে-শরীরে মনে
যদি থাকে রূপোর চমক।
আজ তাপসের সরস্বতী-কাল হেমন্তের যূথিকা,
সাজানো একই শরীরে।


সূর্যের সাথে জানাশোনা নেই তাদের,
অন্ধকার সরানো বিজলীর চমকেই রাজত্ব ওদের।
সকালের বিধ্বস্ত পৃথিবীকে সরিয়ে
ওরা প্রতিদিনের নতুন প্রজাপতি।


দুঃখ সেটা নিজের
পাবে সুখ- যদি থাকে রূপোর সুর।
ওদের ভালবাসা নেই
ভালবাসতে নেই ওদের।