একটু রোদ্দুর চাই–আমার,
চাই একছটা আলো।


ভীরু-কাপুরুষ আমি-
দেখে যাই- শুধু দেখার সুরে,
হাসি অত্যাচারীর-
সাহস নেই -কান্নার চিৎকার আমার সেখানে।


আমার চাই একটু রোদ্দুর-
একটা সুর্য ভরা দুপুর-
জ্বালিয়ে নেওয়া জলাঞ্জলি-ভীরুতা আমার,
বিদ্রোহি আমি-অত্যাচারে,
সাধারনের এক-তবু অসাধারণ একজন।