বটতলার চায়ের দোকানটায়-
বরাবরই আড্ডাটা-আমাদের।


কাজের সকাল-অকাজের বিকেল,
এককাপ চা-পাইলট সাথে,
গরম লুচি,তরকারীটা-
বাড়িয়ে নেওয়া কটা প্লেট-
আর আমরা সময় ছাড়ানো-একগাদা সময়ে।


ঘর নেই আমাদের ভগবানের ঘরে-
বেকারের খাতায়-আমরা,
আমাদের স্বপ্ন দেখার কথা নয়-
তবু ও স্বপ্ন দেখি আমরা,
স্বপ্ন দেখি নতুন হওয়ার-
স্বপ্ন দেখা আমাদের-একগাদা স্বপ্নের
স্বপ্ন দেখা আমাদের সাধারণ হওয়ার-
স্বপ্ন দেখা এক জীবনে-হাজারো জীবনের।