শুনেছি বৃষ্টি ছিল অনেক-আমার জন্মের দিনটা,
বাতাস ছিল বেশ এলোমেলো-ভেঙ্গে পড়া আকাশটায়,
এলোমেলোও ছিল কেমন জানি মায়ের,
দিন ক্ষনগুলোর হিসেবটা।


বৃষ্টি এলেই তাই আসে জন্মদিন-আমার,
জন্মদিন আমার -বৃষ্টি ভঁরা সকাল,
জন্মদিন আমার আকাশের কান্নার দুপুর,
বৃষ্টির সন্তান আমি,
কান্নায় ভেঙ্গে পড়া সন্ধ্যায়।


আনন্দ আমার বৃষ্টির গানে,
আনন্দ আমার বাতাসের সুরে,
আমি যে নতুন-
নতুন আমি বৃষ্টির ছোঁয়ায়।