মুক্ত রাখিব বাংলার আকাশ এই মোদের প্রত্যয়
দেশরক্ষার দীপ্ত শপথে সাহস রাখি সঞ্চয় ।

দুর্দম, দুর্জয়, অকুতোভয় আছে স্বাধীনতার চেতনা
দেশের জন্য যাক জীবন তবু হার না মানা ...

আমরা বিমানসেনা, আমরা বিমানসেনা , আমরা বিমানসেনা


গৌরবে মহান আদর্শে বলীয়ান সদাই মোরা শৃঙ্খল
কর্মনিষ্ঠায় দেশের সেবায় অগ্রগামী সমুজ্জল ।

বীরশ্রেষ্ঠ মতিউর আমাদের প্রেরণা
দেশের জন্য যাক জীবন তবুও হার না মানা ।

আমরা বিমানসেনা, আমরা বিমানসেনা, আমরা বিমানসেনা ...


শান্তি প্রতিষ্ঠায় জনসেবায় করিনা কখনো কার্পন্য
দেশের কাজে শ্রম দিতে নিজেকে ভাবি ধন্য ।


সমরেও নির্ভীক অটুট রাখি সীমানা
দেশের জন্য যাক জীবন তবুও হার না মানা ।

আমরা বিমানসেনা, আমরা বিমানসেনা,আমরা বিমানসেনা ।