এখন আমি মিথ্যাবাদী
ঠকিয়েছি তোমায়
বলছো আরো অপরাধী
অভিনয়ে মানায়।

সকাল সন্ধ্যা মেসেঞ্জারে
দেখি তোমায় এক্টিভ
আমার মেসেজ দেখলে পরে
কামড়ে ধরো জিভ ।

জানতে গেলে যাও রেগে
বলছো বিজি অফিসে
বিজি তুমি ইমো থেকে
ইমোতে আবার কাজ কিসে?

পাঁচটার সময় অফিস ফেরত
রাতে বলো ক্লান্ত
ভোরেও অফিস; নেই কৈফিয়ত
সত্যি নাকি ভ্রান্ত!

তোমার মতই তুমি চলো
আমাকেও চলাও তুমি
মানছি তা যাই বলো
না করিনি আমি ।

এমবি নাই লোড লাগবে
পেয়ে গেলে তুমি চুপ
এমন আচরণে কি বলবে
সন্দেহ হয় খুব ।

পাসওয়ার্ডও তোমার দখলে
আর তোমারটা চাইলে?
ছি ! এতটুকু বিশ্বাস রেখেছ আগলে?
আমাকে এমন ভাবলে ?

ওকে থাক, বিশ্বাস করা লাগবে না
বলে, রাগে ফুঁসে উঠো তখন
জবাব চাইনি আমাকে কেন করোনা?
শান্ত থেকে গেলাম আজীবন ।

খোঁজ নিবেনা জানি
দুদিন না পেলেও মেসেজে
ভালোবাসো? কি জানি
আমার আসে না বুঝে ।

হিংসে তোমার হাসিমুখে
ভেতরটা পুড়ে বুঝোনা
বাহির থেকে ভাব সুখে
পুরুষ তো আর কাঁদে না ।

ভালোবেসে থাকি প্রতীক্ষায়
একদিন তুমি বুঝবে,
ব্যস্ততার ভিড় ঠেলে আমায়
হয়তো ভালোবাসবে ।