হুজুর থেকে পথ এড়িয়ে
উল্টো পথেই হেঁটে যাও,
উপদেশ শুনে মুখ ফিরিয়ে
জানো বলে চোখ রাঙাও ।

কাজ নেই ফাও ডেকেই বুঝায়
নামাজ রোজার নীতিকথা,
অন্ন পেলে মিস কি আর যায়
বলতে হতো সেকথা ।

আযান দিয়েই মাইনে পায়
ঘামের দাম বুঝবে কি সে?
পেটের ক্ষুধার কাফফারা নায়
ফতোয়ায় আর যায় কি আসে?

লাভ কি তোমার জীবিকায় তার
দিবে নাকি খাওয়াবে?
নবীর ওয়ারিশ সওয়াবের জিম্মাদার
জান্নাতের পথ দেখাবে ।

চেয়ারম্যান তো বেজায় ভালো
গম চুরিটা কিছুই না,
হুজুর বললেই মুখ হয় কালো
হুজুর মানুষ ভালো না !

খারাপ কাজে কাটো টিকিট
হাদীস শুনলে বধির,
চায়ের গল্পে হাজার মিনিট
নামাজে গেলেই  অস্থির ।

টিভি দেখে কাটছে ঠিকই
ঘুমানোর প্রহর,
বুঝাতে গেলে আখিরাতের ভয়
উপার্জনের ওজর ।

পথ দেখানো মন্দ নাহয়
মানলাম হুজুর খারাপ,
সব কথাতেই আল্লাহর ভয়
কিচ্ছা আযাব পাপ ।

মানো যদি স্রষ্টা এক
আদেশ কেন শুনছো না?
ভেবে দেখ বলে কি বিবেক
ভালো হওয়া কি ভালো না?