বাহাদুরি থাকলো কোথায়?
মুদিত যখন চোখ,
বুক ফুলানো দাম্ভিকতায়
তোমার পিছের লোক?

থাকলো কোথায় হিসাব টাকার
জনগণের ভোগ,
সব কিছুই ভাবতে তোমার
জুলুমের টাকায় সুখ ।

রাজপথ হেঁটে জুতো ক্ষয়
ঘুরছো যার পিছে,
তোমার শোকে তার মত বিনিময়
ভালো মন্দ দোষ মিছে ।

জানাযা শেষ বিনা ওজুতেই
কর্মীরা উন্মুখ,
শ্রাদ্ধ করলো মোল্লার হাতেই
হুজুর খারাপ লোক !

থাকলো এখন মান তোমার?
ছি ছি সবার মুখে,
জানাযা পড়াতে হুজুর দরকার
হাসছে শুনে লোকে ।

দাড়ি টুপি সহ্য হয়না
মোল্লা হুজুর মন্দ,
কুরআন শিখে রুজি আসেনা
মাজহাবে গুজো দ্বন্দ্ব ।

হুজুর দেখলে রাখতে চাপে
পেতে যদি সুযোগ,
হাদীস দিয়ে মানুষ মাপে
এবার একটু বুঝোক ।

প্রভাব কত পাপের টাকায়
লোভে অভিনয় রোগ,
নিষ্পাপ তুমি চেহারায় হায়
নামের ভদ্রলোক ।

যিরায়ত করার নেইতো কেউ
সন্তান আমেরিকান,
পার্লার গেলো বিবি আজকেও
মিডিয়ায় ভরা উঠান ।

টকশোয় চলে তোমার প্রয়াণ
RIP ট্রেন্ড ফেসবুকে,
আযাবের ফেরেশতা পাশেই শয়ান
খাচ্ছে সাপে জোকে ।

পয়সা দিতে নাচের জলসায়
মেরে গরীবের ভাগ,
মুয়াজ্জিন ডাকে মসজিদে আয়
শুনে পেতে খুব রাগ ।

নারী সুরায় ভন্ডামিতায়
রাখতে ফেলে চোখ,
জয়ী হয়ে এ দুনিয়ায়
আনলে ডেকে দুর্যোগ ।

হাদীস ছাড়া স্বাদ নাও এবার
দোযখ কেমন সুখ,
ভালো মানুষ তুমি তো আবার
নামের ভদ্রলোক ।