পাগল বলেই পাগল বানাও
আশরাফুল আলম রাজু

ক্ষমা করবো তোমাকে
আঁখি অশ্রুয় ভিজলে,
একটি কবিতা লিখে
মনে কখনো ভিড়লে ।

তুমি তো জানো
আমি কতটা সাদা মনের,
সিগারেট ছুইনি কখনো
আসক্তিটাই তোমার প্রেমের ।

নষ্ট হতে চাই কষ্ট হয় খুব
মা বাবাকে লোকে অপমান করবে বলে,
দেখছো কতটা শান্ত আমি, খুব চুপ
ফুরফুরে মেজাজ; চশমা আর এলেমেলো চুলে ।

রাতে ঘুম ধরে না সেই আগের মতো
কিনছি ঘুম এলপ্রাজোলাম সেডিলে;
পুনরাবৃত্তি পুরনো কথা ছিল যতো
বিরহের গান স্মৃতি দিচ্ছে ঠেলে ।

কি বুঝি বুঝিনা কাজে অমনোযোগী
ইচ্ছে হয় পালিয়ে যায়,
গুম হই, সন্ন্যাসী বা গৃহত্যাগী
নিজের আজ কিছু নাই ।

বলছি কি কাকে উদাস বড় ভাবনায়
মনে অসীম শূন্যতার টান
হারিয়েছো তুমি ছুরি মেরে কলিজায়
আজ কাকে বলছো তুমি প্রাণ ?

মগজ খেয়েছো স্মৃতি ছুঁয়ে যাও
লাভ ইউ বলা তুমি সেই জান,
পাগল বলেই পাগল বানাও
এটাই বুঝি ভালোবাসার দান?