ভালো আছি
পোড়াবুকে হাসিমুখে প্রিয়,
মাঝেমাঝে
খোঁজ রেখে সান্তনা দিও ।

জোসনা এখনো উঠে
বলেনা কেউ দেখিও,
রাতো দ্বিপ্রহর হয়
জেগে হয়তো তুমিও !

ঊষাটা মেঘে ঢাকা
দেরিতে জাগি এখনো,
মেসেজে সুপ্রভাত
পাইনা আজ কখনো ।

খেয়েছি কিনা দুপুরে
বলতে খেয়ে নিও,
খেয়ে যাচ্ছি আজো ঠিকই
তুমি নেই প্রিয় ।

আজো কিন্তু আমি অপেক্ষায়
শান্ত আছি তবুও,
অথচ একদিনে অপেক্ষাতে
বেশ রেগেছিলে তুমিও ।

অব্যক্ত কতকথা
সময় করে নাহয় শুনিও,
আগের মত বলতে যদি
ভালোবেসেই থাকিও !

ভুলগুলো নাহয়
নিরীহ কাগজে লিখিও,
দোষের সিল মেরে
দূরে ছুড়ে ফেলিও ।

সর্বক্ষণ অনুভবে থাকো
তোমার ভাবনায় কি আমিও?
এখনো ভালবাসি
তোমার উত্তরটা দিও ?