প্রতিটি অভিমানের সঙ্গে তোমার এক একরকমের
সৌন্দর্য লুকিয়ে থাকে ; স্মৃতি
তুমি জানো না, একদিন আমার মুখ ফস্কে
বেরিয়ে যেতে পারে, বাঃ কী সুন্দর !
স্মৃতি তুমি কোথায় ? অভিমানী মুখ লুকিও না,
তোমার অভিমান তৈরিতে আমি হাজার হাজার কারণ সাজিয়ে রেখেছি
এক একধরনের সৌন্দর্য দেখবো এক একটা দিন ।
অনেকদিন অভিমানী মুখ দেখি না
ইচ্ছে তো হয় ভীষণ ইচ্ছে বুঝলে কিনা
এসো, তোমাকে একটু ছুঁই
গালে 'টোল' পড়ে এমন হাসির সঙ্গে সঙ্গেই
বলবো, 'স্মৃতি, তোমাকে না বলিউডের নায়িকা
দিপীকার মতো লাগছে ! '
শুনেই ক্ষেপে যাবে তুমি ভীষণ
টোল পড়া হাসি মুছে যাবে সাথে সাথেই
ক্ষিপ্ত গলায় তখনি বলে উঠবে, 'আমি
আমার মতো, কারুর মতো নই !'
ঠিক কথা, কারুর সঙ্গে তুলনা তোমার সহ্য সীমার বাইরে ।
এ রকমই তোমার এক একটা অভিমানের সঙ্গে সৌন্দর্য খুঁজে ফিরি
এসো স্মৃতি, তোমায় স্পর্শ করি
এসো স্মৃতি, তোমায় আদর করি
এসো আর কারুর সঙ্গে তুলনা করবো না
তুমি নিজের সৌন্দর্যেই সুন্দর
তোমার সুন্দর তুমি !