এই তুমি জানো?
একদিন অনেক দূরের এক দেশে দেখা হবে।
সেখানে একটা বিশাল শূন্য ময়দান আছে।
যার দু'পাশে ভুল ও সঠিক নামক দুটি নদ প্রবাহিত। একদিন সেখানে তোমার সাথে আমার দেখা হবে।দেখে নিও!
সেখানে আলো থাকবে,শূন্য মরুভুমির মতো।
তুমি দেখতে পাবে ঠিক মরিচীকার মতো।
সব কিছু ঠিক দিক ঠিকানায়।
কিন্তু তবুও সবখানে মিলছে না।
অংক কষতে বসবে তুমি হিসেবের ময়দানে।
আমি তো কোনো হিসেব চাইবো না।
আমরা দু'পাশে প্রবাহিত ভুল আর সঠিকের মাঝে,
হয়তো তাই চাইবো না।
সেদিন সন্ধ্যে হবার ভয় থাকবে না।
১১২ সেকেন্ডে কথা শেষ করতে হবে না।
ওই উদ্যান এর চারপাশে হলুদ আয়োজন।
দু পাশে দু'টো নদ প্রবাহিত,উপরে আসমান।
আর সব কিছুর মাঝখানে হবে আমাদের সাক্ষাত।একদিন!একদিন দেখা হবে সেখানে তোমার আমার।
দেখা হবে,তুমি দেখে নিও...