কুয়াশায় ঢাকা আঁধার রাত,
দূরে কোথাও ট্রাকের বা বাসের হর্নের অবিরাম হাঁক।
নৈশপ্রহরীর বাঁশি, হাতে হারিকেন, হুশিয়ার-সাবধান।


নীল শাড়ি-কালো পাড়ের সেই আবছায়া মুখ,
প্রেয়সীর লালাভ শুষ্ক ঠোঁটের উষ্ণ পরশ।
বাতাসে তাঁর ঠোটফাটা হাঁসির শীতল অনুভূতি,
অবিরাম সেই হাঁসিতে, স্পষ্ট কামনার আভাস।


ফুলহাতা শার্ট কিংবা গরম সোয়েটারের অভাবে,
শীতকে দেবতা মেনে লাল-নীল আলোর এই শহরে,
ল্যাম্প পোষ্টের নীচে ঠায় ঘুমিয়ে পড়েছে-
রিকশা চালক, দিনমজুর বা তৃণমূল দরিদ্র সমাজ,
যেন টুকরিটাই তাঁর নরম বিছানা বা পশমি চাদর তুল্য।


বেলকনিতে পিতার চোখকে ফাঁকি দিয়ে,
তরুণের সাথে অলিভগ্রীন ট্রাউজার পড়া তরুণীর
চলছে- প্রেমের তমসুক মুঠোফোন আলাপ।


শীতের কাঁপুনিতে আগুন পোহাতে
চাদর মুড়ি দিয়ে বসে আছে দুই জোড়া চোখ,
ভাষাহীন চোখ তাদের হতাশ জীবনের কথা বলে।


ভেবনা আমি ঘুমিয়ে গেছি।
আমি আপেক্ষায় আছি,
তিমির রাতে বিবর্ণ আলোর খোঁজে...