কষ্ট পাই, খুবই কষ্ট পাই,
যখন বলবানরা দুর্বলের ওপর অত্যাচার করে,
অসহায়, দুর্বল মানুষের দল-প্রানের ভয়ে,
চোখ, কান বুজে থাকে।


কষ্ট পাই, খুবই কষ্ট পাই,
যখন পুলিশ খায় ঘুষ, মাতাল বেহুশ।
আধার রাতে গুলির শব্দ,
ঠাশ, ঠাশ, ঠুস ঠুস।


কষ্ট পাই যখন দেখি,
মসজিদের দেয়াল ঘেসে বিক্রি হচ্ছে মাদক।
কিনে সেবন করে যুবসমাজ,
যেন এটাই চিরায়ত আদব।


কষ্ট পাই, খুবই কষ্ট পাই,
যখন টাকার কাছে রক্তের বাঁধন হয়-পর।
অর্থ, প্রতিপত্তি, সম্মানের লোভে,
কেও হয় যাযাবর, কেও হয় স্বার্থপর।


কষ্ট পাই, খুবই কষ্ট পাই,
যে সমাজে ঐশীর মত মেয়েরা জন্মায়।
বাবা- মা কে হত্যা করে,
সামান্য কিছু টাকা আর মাদকের নেশায়।


কষ্ট পাই, খুবই কষ্ট পাই,
যে দেশে আমার মত একদল ভীতুর আবাস।
যারা নাক কান বুঝে আবদ্ধ থাকে ঘরে,
সত্যিটাকে গলাটিপে মেরে মিথ্যে বলে মনে করে।