আমি দেখতে চাই না আর কখনো,
নিঝুম রাতে ঐ আকাশ ভরা জোসনা।
আমি জানতে চাই না কেন আসে অশ্রুধারা,
আমি উঠতে চাই না আজ আবার,
মেঘের ভেলায় ছুয়ে যাওয়া ঐ পাহাড়চূড়া।
আমি শুনতে চাই না নতুন কোন গানের ভাষা
তোমাদের ঐ শত আহবান।


আমি চাইনি জীবন,চাইনি মৃত্যু,
চেয়েছি শুধু সব কিছুতে শুন্যতা।
আমি চাইনি শুরু,চাইনি শেষ,
চেয়েছি শুধু অদৃশ্য পথচলা।
আমি চাইনি হাসি,চাইনি কান্না,
চেয়েছি শুধু না ভাঙ্গা নিস্তধ্বতা।
আমি চাইনি আধার,চাইনি আলো,
চেয়েছি শুধু একটুখানি অস্পষ্টতা।


চাইছ কেন তোমরা সব যা নেই আমার দেবার,
শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার।
জানালার ঐ পাশটাতে ছিল আকাশ নীল,
আটকে দিলে তোমরা আমায় ঘরে একাকী।