ঘুমিয়ে পরেছ জানি।
তাই গাঢ় রাত্রির কান্না শুনে।
সৌরতারা-ছাওয়া এই বিছানার চাঁদরে,
সূক্ষ্মজালে বোনা রাত্রির মশারি,
যন্ত্রণায় কাতর আমি,
তবু, তুমি বুঝলে না।


তন্দ্রিমালা,
আমার এই বাহুর কঠিন বাঁধনে বাধা হোল না।
কত কথা ছিল,
বলি বলি করে আর বলাই হোল না।


তন্দ্রিমালা,
আমি জানি, আমি যোগ্য নই
ভুলে ভরা জীবনে তুমি ছিলে সবিই
কখন জানালার চিঁরদিয়ে পড়ে জ্যোত্স্না,
ভয়ে বুক কেপে উঠে
দেখি তুমি নেই-সবিই আমার কল্পনা।
কোথায় চলে গেলে,
কেন গেলে? আমি তো আজও একলাই।