আমরা ছিলাম পাশাপাশি,
তবু হয়নি দূরত্ব মোচন,
তবু হয়নি একটি অসমাপ্ত গল্পের সমাপ্তি।
জেনে নিও,
পৃথিবী কখন আসমান ছুতে পারে না,
তার প্রয়োজন কখন পরে না।


সত্যিকারের প্রেম সব সময় গন্তব্যে পৌছায় না,
সব পাখির নীড়ে ফেরা হয় না।
যদি মন সৎ থাকে, যদি তুমি পাশে থকো
তবে বালুময় এই পৃথিবীকেও স্বর্গের মত লাগে।


তোমার সুবাস আছে,
আছে তোমার সেই ছেড়ে যাওয়া পথ,
শত-সহস্র বছরের অপেক্ষায় আছি
তবু হয়নি দূরত্ব মোচন,
তবু হয়নি একটি অসমাপ্ত গল্পের সমাপ্তি।


যদি পৃথিবীতে স্বর্গ থাকে
তবে সেই স্বর্গে কেন নেই তুমি?
চাঁদ, সূর্য তো সবিই আছে ঠিক নিজের মতনি।
তাই হয়নি দূরত্ব মোচন,
তাই হয়নি একটি অসমাপ্ত গল্পের সমাপ্তি।


জানি একদিন তুবি আসবে,
একদিন আসমান ঝুঁকে যাবে
দুই জাহান এক হবে,
সেদিন চাঁদ সুরুজের মাঝে থাকবেনা কোন বাঁধা
সেদিন হবে আমার অসমাপ্ত গল্পের সমাপ্তি।


মনে রেখ তুমি,
সেদিন হয়তো আমার আর ফেরা হবে না।
তখনও হবেনা দূরত্ব মোচন,
তখনও হবেনা আমার অসমাপ্ত গল্পের সমাপ্তি।