যেদিন হঠাৎ তুমি পাল্টে গেলে,
সেদিন থেকে বদলে গেল আমার আকাশ।
পাল্টে গেল আকাশের রঙ,
কষ্ট পেল মেঘেদের মন,
থেমে গেল সব কোলাহল।


বৃষ্টি নামলো, কষ্টের বৃষ্টি, সুখের বৃষ্টি।
আমায় ধুয়ে শুদ্ধ করতে,
বৃষ্টির দল যেন প্রতিযোগীতা লেগে গেল।
কার ও চেষ্টার কোন কমতি ছিল না।
ইচ্ছা ছিলো তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবো
সেই ইচ্ছাটাও হয়নি পূরণ-
একাকী বৃষ্টিতে ভিজে নেভাই মনের দহন।


এরপর মেঘেদের ক্লান্তি এল,
আকাশ আবার নীলাভ হল,
সেই আকাশে ধরা দিল রংধনুর সাত রং,
শুধু নিকষ কালো আঁধারে কাঁদল চন্দ্রাহত পৃথিবী।


আকাশ আজ এক নিঃসঙ্গ রাজ্যের বাসিন্দা,
সেই আকাশে জ্যোৎস্নার বড়ই অভাব।
অভাগা নদীটায় এখন আর স্রোত হয় না,
কল্পনার উড়া সুতোহীন ঘুড়ির রঙ হয় না।


চোখের কোণে জমে আছে যে শিশির বিন্দু,
তার আজ সময় এসেছে ঝরে পরবার।