গোধূলি আলোর সূরেতে তোমায় বাঁধব বলে,
অপেক্ষায় কেটেছিল দীর্ঘ প্রহর,
সূর্য-কুসুম আভায় কেটে গেছে সে বেলা,
মনে বেধেছিল ক্ষোভ,
হোল না তোমায় দেখা।


মধ্যাহ্নের তীব্র গনগনে আলোয়,
একাকী হেঁটেছি সে পথ
তীক্ষ্ণ রোদে ঝলসে যাবে তোমার উজ্জ্বল ত্বক
তাই বুঝি এলে না?
নাকি শুধু মনের সান্ত্বনা ?


আচ্ছা, সূর্যের শেষ রশ্মি কি তোমার রঙ বদলে দেয় ?
প্রতিফলিত হয় কি তোমার ঠোঁটে ?
শেষ বিকেলের বাতাসে
দোলে কি তোমার কানের দুল ?


আমি জানি না, আমি কিছুই জানি না।
কি করে জানবো, তুমি তো এলে না।


এখন নিকেশ কালো আঁধার,
জোছনারা নিয়েছে বিদায়
অসীম আঁধারে নিজেকে দেখাও ভার।
চরম হতাশার হয়েছে সঞ্চার।


অবশেষে তুমি এলে, এ রাতের আঁধারে,
তোমার হাতের স্পর্শ তাই বলে।
আমি শুধু দেখতে চাই তোমায়
এ আঁধারে কি করে দেখব তোমায়?