আকাশের মন আজ ভালো নেই,
সে কাঁদছে,
শব্দহীন অশ্রু রয়েছে সে কান্নায়।
বৃষ্টির ধারায় ঝরে পরছে সেই অশ্রু
ধরণী লুফে নিচ্ছে অশ্রুর প্রতিটি ফোটা।
ঠাণ্ডার কনকনে আবেশ এখনও রয়েছে,
সন্ধ্যার আলোয় দিকভ্রান্ত হয়ে
পথ হারিয়েছে কত পাখি।
টিনের চালে বৃষ্টির ফোটার শব্দ
যেন আকাশের কান্নার প্রতিধ্বনি।
আকাশ, কাঁদছ কেন? কি হয়েছে তোমার?
আকাশ নিশ্চুপ, নিথর হয়ে আছে
আমার প্রশ্নের উত্তর নেই তার কাছে।
আষাঢ়ের প্রথম বর্ষণে ভিজিয়ে দিলাম
ভিজিয়ে দিলাম এই শরীর, এই মন।
শীতের কন কনে হাওয়ার সাথে বৃষ্টির ছোঁয়া,
অজানা আবেগে কাঁদছে দু’নয়ন।
হে আকাশ, তুমি কোন জানালার আকাশ,
উত্তরটা আজও জানা নেই।