নম্র, ভদ্র, উচ্চ লোভনীয় অভদ্র এই
সমাজ,তবে জন্মেছি যে কার কোল
জুড়ে ঠিকানা বিহীন আজ।
সামান্য সুখের ফসল আমি সমাজ
স্বীকৃত নয়,জন্ম আমার তোমারি গর্ভে
ঠিকানা নর্দামায়।
বুঝতে যখন পেরেছিলে মা'গো সমাজে
নেইকো ঠাই,তবে জন্মের আগে
মারলে না কেন? করলে অসহায়!
লোকজন আমায় ধিক্কার জানায়
পরিচয় হীন বলে, তোমার গর্ভে
জন্মেছিলাম' তুমি কোথায় গেলে?
ঠিকানা আমার রেললাইন আর অভার
ব্রিজ জুড়ে, সঙ্গ আমার কুকুর-বিড়াল
তোমার অগোচরে।
অশ্রুকণা বেরই না মা'গো চোখের কণ
বেয়ে,আদর তোমার নাইবা পেলাম
শৈশবকাল জুড়ে।
সকাল সন্ধ্যে কাটে আমার ক্ষুধার
জ্বালা নিয়ে, দেখেও সবাই মুখ
ফিরিয়ে নেয় রাস্তার ছেলে বলে।
ভিক্ষাবৃত্তি করিনি মা'গো রাস্তার ছেলে
বলে, কর্ম করে চালিয়ে গেছি
আমার জীবন থলে।
রৌদ্র, বৃষ্টি, ঝড়তুফান আসতো যখন
ঘিরে, চুপটি করে থাকিতাম মা'গো
রেললাইনের ধারে।
রৌদ্র-বৃষ্টির দিনে মা'গো পাইনি
শাড়ির আচল, তবুও তোমার ছেলে
আজো হয়নি বিশৃঙ্খল।
বলতে আমার ইচ্ছে জাগে মা'গো
তোমায় আজ? অল্প সুখের ফসল করে
গড়লে অবাধ্য সমাজ।
তোমার মত বলতে চাই সবার
উদ্দেশ্যে, নিজের ভুলের মাশুল
তোমরা দিও না আমাদের কে।