এক সন্ধায় হেটেছি আমি    
                    শহরের পথ ঘাটে,
বিকট আওয়াজে হৃদয় কাপিলো,
        ও! এ যে বজ্রের হাক ডাকে!


ঘন্টা খানেক দাড়ায়ে আছি,
                    ঘনায়ে এসেছে রাত,
বজ্রের হাকে ধরনী কাপিলো,
                     এ যে মুষল বৃষ্টিপাত।


সেই দিনখানি আমি ভাগ করিব
                      আজ বন্ধু তোদের সাথে,
ভিজিয়া পুরো চুপসে গিয়াছি
                 যদপি ছাতি খানা ছিলো স্ব-হাতে।


ফোনটি হঠাতি বাজিয়া উঠিলো
        লোকটি আমার পাশে,
বলিল! আমি আসিতে পারিবো না
        আজ এই গহীন রাত্র ত্রাসে,
দেখিলাম! কেনো জানি   তার চেহারা খানি
        ভারী হলো এক রাশ উদাসে!!!


ভুখারী তাহার ভিক্ষা ছাড়িয়া
         পথ কোণে নিলো শরণ,
ফ্যাকাশে তাহার মুখ খানি বলে
          যেনো বাকিই থাকিলো মরণ।


হঠাৎ বিরক্ত হইলাম!!! এক শ্রান্ত শিশুর চিৎকারে,
দোকান খানা মুখরিত হলো তার চিকন ধ্বনির পরে,
দেখিলাম! এক যান্ত্রিক জীব
        জননী,তাহার অস্থির নিরুপায়,
শৈত্যের মাঝে ঘর্মএ ভিজে
       তারে আশ্রিল,
                            সেই আচল নিরালায়!!!


বুঝিলাম! এ বারিপাতে নদীর ভাঙ্গনে নিঃসের মনো ব্যাথা,
জানালার পাশে তারই উপভোগ
                   যে নিতান্ত আলাদা কথা!!!



(৩০-৯-১৪)
ইমরান