বছর ঘুরে এসেছে আজ নব বর্ষ,
বরিয়া লই কি করে তাহা বিনে উন্মাদ হর্ষ!
পুলক ছড়িয়ে যাক,ভরে যাক চিত্ত,
সন্তোষ কর্মে হোক সিদ্ধি বিত্ত,
ইহাইতো মোদের আকাঙ্ক্ষা নিত্য।



ও হে উন্মাদ! কোথা পেলে তব এ নব বিশ্রুতি?
কর্ণদ্বয় যে মোর অশ্রুত আজ অবধি,
তব এ অনতীত যুকতি,আগাম গতি!


আরে! ইহাইতো একান্ত আধুনিকত্ত,
নব প্রাণি সাজে সাজি নাচে উল্লাসে মত্ত,
ইহাইতো মোদের নব রবি ইতিবৃত্ত,
নতুন পাইবে কিরুপে তুমি তব এ প্রাচীন পুরাতত্ত!



ও হে নব্য! তব কর্ম লাগি বিত্ত;সম্পাদন,
তাহা কেন তবে পশ্চিমা সন অনুসরণ,
ইহাই কি তব নব অধুনাতন বাংলা সন?


তবে ইহাযে বাঙ্গালীর সাল ক্রম উৎকর্ষ,
উল্লাসে মেতে রই গানেঃ দিন খানি হর্ষ,
বিষাদকে ভুলি সাজি সাজ নব চিত্তাকর্ষ।


বলি! এ কেমন তব নব হর্ষ উপহাস!
ভুখা যেথা অনাহারে পেতে দু'বেলা ভাত,
সহস্র ব্যয়ে দেখিতে এক প্রহরেই চাদ,
তব এ কেমন অবিবেক ছেড়া সুখ ফাদ!


এই কি তব নব রাঙ্গা অরুণ উদয়ন,
অদূরে করিবে তাহা পশ্চিমা অবগাহন,
ধিক্কার!তব এরুপ সীমিত জীবন নবায়ন!