হৃদয়ের চিলেকোঠা বন্ধ ছিলো বহুদিন,
বহুদিন ধরে কারোর আসা হয়নি,
কেউ নাড়া দেয়নি এই দরজায়।
নিশিগাঢ় এই আঁধারে
আলো নিয়ে হঠাৎ তুমি এলে,
সব বিভিষিকা কাটিয়ে,  
জং ধরা হৃদয়টাকে নিজের মতো করে সাজাতে,
প্রায় মরুভূমি এই হৃদয়ে আশার বীজ বুনে নতুন করে বাচাতে।
তুমি যেনো জীবনতরী হয়ে ডুবন্ত আমায় হাত বাড়ালে,
ভয়ের থেকে মুক্তি দিয়ে মুক্ত আকাশে উড়তে সেখালে।
তুমি বারে বারে ওই দূরে আঙুল দেখিয়ে আমার লক্ষ চিনিয়ে দাও,
বারে বারে বলো, "এগিয়ে যাও,
যাও নিজের লক্ষের দিকে, মাথা উঁচু করে।"
কিন্তু এটুকু আমি বুঝেছি,
আমার তুমি ছাড়া সব লক্ষই অর্থহীন।