বৃষ্টিতে আমি একা, নেই যে তোমার দেখা,
অবেলা এই ঝড়, নির্জন এই মনের শহর,
এ হৃদয় করে এক তোমারই অপেক্ষা।
জানিনা কখন-কবে, তুমি যে আমার হবে,
তবু ধৈর্য নিয়ে সখী, তোমাকেই চাই নীরবে,
করোনা গো অভিমান, করোনা আমায় উপেক্ষা।
কখনো যদি কষ্ট দিয়ে ফেলি, কখনো যদি কটুকথা বলি,
মনে রেখো সখী, তোমার কষ্টে এ হৃদয়ও দুঃখী,
কারণ এ হৃদয় করে এক তোমারই অপেক্ষা।
আমি মনে মনে ভাবি, বারে বারে ভাবি,
ছুটে চলে যাই, এক তোমা কাছেই শান্তি খুঁজে পাই,
সত্যি বুঝেছি প্রিয়, এ জীবনে তুমিই শ্রেয়,
তবুও যে সখী, অনেক কষ্টে ধৈর্য রাখি,
মনে রেখো, এ হৃদয় করে এক তোমারই অপেক্ষা।