ভাবনা তোমার ছাদনা তলায় বসে,
মারছে চোয়াড় জোরসে তোমায় কষে।


ভাবছো তুমি, কাঁদছো তুমি,
তাকিয়ে বহুদুর,
ভীষণ ভাবে, জীবন গানে,
অমিল কেন সূর?


জীবন ধরে, ভীষণ করে
করলে মানবসেবা,
তোমার মূল্য, ধূলার তুল্য
করেছে বা কেবা?


ভাবনাখানা ছেড়ে দিয়ে আমার কথা শোনো!
কষ্ট ছাড়া মহান মানুষ দেখেছো কি কোনো?


মহান যারা, জাহান তারা
করেছে গো ধন্য,
তাদের জ্ঞানে, তাদের ধ্যানে
হয়েছি অনন্য।


তবু তারা, কভু হারা
হননি খ্যাতির তরে,
কষ্ট সয়ে, বৃষ্টি হয়ে
ধরায় গেলেন ঝরে।