চেতনা মোদের অন্ধ বধির
বোবা প্রতিবন্ধী,
ভালোর বেলায় আড়ি মোদের
বদের সাথে সন্ধি।


আমার গায়ে ফুলের টোকা
এত্ত বড় সাহস!
তোকে আমি পিটিয়ে মারবো
এই চুপ! খামোশ!


আমার পথে বসলি কেন?
মানবতা বিরোধী,
দেশটা চল অচল করি
বাচতে চাস যদি।


আমার কথায় বাধা দিস
তুই গ্রেফতার,
চৌদ্দগুষ্ঠি গালিতে তোর
করবো উদ্ধার।


তোর কারনে ভোগান্তিতে
দেশের মানুষ ভোগে,
হাসপাতাল আটকেছি, হয়েছি কি!
মানুষ মরুক রোগে।


আমার অপমানে আয় নেমে
কান ধরে রাস্তায়
অমুকের অপমানে আবার
কি আসে কি যায়!