একটা পৃথিবী গড়তে আজ
হাত ধরেছি হাতে,
বেহেশতী সুখ আনতে ধরায়
চলছি একসাথে।


বলতে তুমি পারোই বটে-
"ভয় রয়েছে কত!
কঠিন বাধা পিছুটান আর
হতাশা হাজার শত
আগ্রহ নাই, উদ্যোগ নাই,
যোগ্যতারও অভাব,
সমাজ যারা চালায় তাদের
ভাঙ্গাটাই স্বভাব।
আর যারা ভাঙ্গছে না আজ
গড়ছেও না তারা,
কেমন করে গড়বে তুমি
থাকলে এমন ধারা?"


তোমার কথা শেষ হলে ভাই
আমার কথা শোনো!
হাজার হতাশা ভয়ের মাঝে
আশার বীজটা বোনো!


"আকাঙ্খার আজ নেই অভাব ভাই
গড়তে সুখের ধরা,
মোদের পুরো সমাজটা নয়
খারাপ লোকে ভরা।
ভাঙ্গছে যারা তারা কি ভাই
সর্বশক্তিমান?
ঐক্য আর চরিত্র তাদের
দেখেন কিনা পান!
আশা বুকে স্বপ্ন দেখি
সুন্দর পৃথিবীর,
গড়বো মোরা এই ধরাতেই
জান্নাতী নীড়।"