আচ্ছা দাদা, বলুন শুনি
আম গাছেতে ঢিল ছুড়লো কে?
বরই গাছে ঝাকি দিয়ে
দৌড়ে পালালো, কে সে দু পেয়ে?
আরে ব্যাটা, সবাই জানে
একাজ করে ও পাড়ারই ছেলে
কিন্তু দাদা, তোমার ছেলে
করলো, দেখলাম দুচোখ মেলে
আরে ধুর! আমার ছেলের
পেছন হতে ধাক্কা দিল ওরা
এমন এক বিচ্ছিন্ন কাজে
কেন যে শুধুই লাফাস তোরা!


আচ্ছা দাদা, এটা বাদ
অন্য কথা শুনবেন কি আজ?
হাস-মুরগী ছাগল চুরি
করলো কে কোন ব্যাটার কাজ?
ও পাড়ার ঐ ছেলে গুলো
করতে পারে, বড্ড পাজি তারা
কিন্তু দাদা, তোমার ছেলে
পড়েছে ধরা করেছি যখন তাড়া
ছি ছি! কি বলিস যে তুই!
প্রাণীকে আমার ছেলে ভীষণ ভালবাসে
খাবার দিতে গিয়েছিল সে
খোজ রাখিসনা সারাদিনই থাকিস তুই চাষে


আচ্ছা দাদা, এবার বলো
তোমার গুনী ছেলেটা আজ কত্ত বড় হলো
কার সাধনে কার কারনে
এত্ত গুনী ছেলের জন্ম এই ধরাতে হলো
এটাও যদি না জানিস, শোন
এ কাজেতে দোষী ওরাই ও পাড়ার...... (ছেলে)!!!!
……………………………………………
…………………………………………………………………
……………………………………………
……………………………………………………………………
……………………………………………
……………………………………………………………………