আমি আবার স্বাধীনতা চাই!
হ্যাঁ ভুল শোনো নি,
স্বাধীনতার কথাই বলেছি।


আমি আবার স্বাধীনতা চাই,
আমি একটা বিছানা,
একটা আঁচল,
একটা কোল,
আর একটা ছাদ চাই।
নোংরা, দুর্গন্ধ, পঁচা, গলা
ডাস্টবিনে পড়ে থেকে
আমার জীবন শেষ হতে দিতে চাইনা।
আমি আমার বাবা মার
পৈশাচিক আনন্দের বলি হতে চাইনা।
একটা সুন্দর পৃথিবী আমি চাই,
আবার স্বাধীনতা চাই।


আমি আবার স্বাধীনতা চাই,
একটা নিরাপদ যাতায়াত,
ভয়হীন পরিবহন,
সুন্দর রাস্তা,
আর নিরাপদে স্কুলে যেতে চাই।
বাস চাপা, রিক্সার উল্টে যাওয়া,
যেখানে সেখানে পড়ে মরে
পঁচে যেতে আমি চাইনা।
আমি আমার মৃত্যুর পরে
পৈশাচিক হাসির সাক্ষাৎকার দেখতে চাইনা।
নিরাপদে আমি বাড়ি ফিরতে চাই।
আবার স্বাধীনতা চাই।


আমি আবার স্বাধীনতা চাই,
সুষ্ঠু-সুন্দর নির্বাচন,
শান্তিপূর্ণ ভোটকেন্দ্র,
নিরাপদ ভোটাধিকার,
আর আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই।
লাঠিপেটা, গুলি, ধাওয়া, পাল্টা ধাওয়া,
হুমকি-ধামকি আর হামলায়
ভোটকেন্দ্র হতে বের হয়ে যেতে আমি চাইনা।
আমি আমার নিরাপদ ভোটাধিকারে
শকুনের কালো থাবা দেখতে চাইনা।
সৎ সুন্দর একটা নির্বাচন আমি চাই।
আবার স্বাধীনতা চাই।


আমি আবার স্বাধীনতা চাই,
একটা নিরাপদ অর্থব্যবস্থা,
স্থিতিশীল শেয়ার বাজার,
মজবুত ব্যাংকের ভল্ট,
আর নিরাপদে ব্যাবসা করতে চাই।
শেয়ারবাজার, ব্যাংকের ভল্ট
আর ব্যাবসা প্রতিষ্ঠান থেকে
হাজার কোটি টাকা হারিয়ে ফেলতে চাই না।
আমার হাজার কোটি টাকা কে
কালো বিড়ালের হাতে তুলে দিতে চাই না।
আমার টাকার নিরাপত্তা চাই।
আবার স্বাধীনতা চাই।


আমি আবার স্বাধীনতা চাই।