বয়কট, শতাব্দী থেকে শতাব্দী
দুর্বলের শেষ অস্ত্র হিসেবে
ব্যাপক ধ্বংস যজ্ঞ চালিয়েছে
শোষকের সুরক্ষিত প্রাসাদেও।


যার কেউ নাই, কিছু করার নাই
তার কাছে বয়কট এক ভয়াবহ মারণাস্ত্র
এই শব্দ বোমা, অচলদের সচল করতে
অথবা ভয়ে মুষড়ে যাওয়াদের সাহস জোগাতে
যুগে যুগে ব্যাপক কার্যকর টনিক হিসেবে
পরিক্ষিত অস্ত্র হিসেবে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে।


এই বোমা চলুক, চলতে থাকুক
নিজ তাণ্ডব চালিয়ে যাক
দুর্ভেদ্য সব অহংকারীর দুর্গে
নিপিরিতের কান্না থামুক
থেমে যাক রাহুগ্রাস, ফিরে আসুক অরণ্য
ক্ষুধিত মুখে জুটুক সাধ্যের অন্ন।