কোন কিছুরই কমতি নেই
উর্বর ভূমি , কর্মক্ষম বিশাল জনশক্তি
কাজ করার সদিচ্ছা ,
সব কিছুই আছে ।
আছে স্রষ্টার অপার করুণা
বিশাল প্রাকৃতিক সম্পদের মহা ভাণ্ডার
আছে শিক্ষা , আছে দীক্ষা
আছে ইতিহাস সোনালী দিনের ।
শুধু নেই সেই মহান কারিগর ,
যে মসৃণ হাতে গড়ে দিবে
স্বর্ণময় ভবিষ্যত ।
আজ তাকে খোঁজার সময় এসেছে
কিংবা তাঁর নিজেরই নিজেকে প্রকাশ করার।
তাঁর মোহাবিষ্ট কর্মগুণ সূর্যের মতো
সবার দৃষ্টি কাড়বে ,
অন্ধকারে আলো দেবে
এই প্রত্যাশায় প্রতিটা ভোর হয় ।