তুই চাইলে,
আমাদের একটা তুই আর আমি হতো!
আমাদের একাটা কলঙ্ক হতো!
তোর সমুদ্রসফেন গভীর চোখে,
আমার মৃত্যু হতো।


তুই চাইলে,
আমাদের একটা প্রেম হতো
হতো এক বসন্তের স্নিগ্ধ বিকেল।
কিছু মান-অভিমান,কিছু স্বপ্ন-দুঃস্বপ্ন
কিছু মন খারাপ হতো।


তুই চাইলে,
একুবিংশ শতকের দীর্ঘ শীত পাড়ি দেওয়া হতো
তোর খোঁপায় আমার দেওয়া লাল গোলাপ হতো।
তোর ঠোঁটে ঠোঁট,সদ্যভেঁজা স্তনের গন্ধ
চোখে কাঁজল,কপালে কালো টিপ
মেঘহীন বৃষ্টি কিংবা এক নির্জন পাহাড় হতো।


তুই চাইলে,
আমাদের কিছু খুনসুটি হতো
চোখে চোখ,বিষন্ন গোঁধলী,ক্যাম্পাসের আড্ডা হতো।
এই ভীষণ একলা শহরে সোডিয়ামের লাইটের নীচে,
সন্ধ্যায় হাতে হাত রেখে হেঁটে চলার
কিছু মধুময় স্মৃতি হতো।


তুই চাইলে,
আমাদের একটা ভালবাসাবাসি হতো
পলাশ,সিমুল,কৃষ্ণচূড়া,রাঁধাচূড়া,
কোকিল, লক্ষীপেঁজা,প্রজাপতি,
এ সব ও  আমাদের  হতো।


তুই চাইলে,
আমাদের এক যুগ নিঃসঙ্গতা হতো
হতো আমাদের সহস্র নিরবতা।