তুমি ভোরের আলো,
       কু্জ্ঝটিকার অবসান;
তুমি সুর,তাই
       কোলাহল আজ গান|
তুমি কঠিন কাব্যের
               সহজ মানে;
তুমি কল্পনার ডাল্পালা,
         রঙিন তূলির টানে|
তুমি রোদ-ক্লান্তি ধুয়ে,
         ঘুম চোখ জুড়ে;
দুশ্চিন্তার মেঘ্গুলো সব,
         দুরদেশে যায় সরে|


তুমি শুন্যস্থান পূরণ কর,যখন শব্দ
         আমার,পথ খোজে হণ্যে হয়ে;
হে চিরনবীণা,তুমি কাল এসো আবার
         ভোরের আলো হয়ে||