তোমার অবিশ্বাসী দরজায়
জানলা দিয়ে মুখ বাড়াই
পকেটে রাখা সর্ষের ক্ষেত
হাতে নিয়ে বকুল ফুল.......
চেয়ে দেখি
তুমি শক্তির উপাসনা করো
পুজো করো দেবতার; যদিও
সাজানো শো-পিস সব,


তুমি পাথরকে দেবতা বলো
দেবতার খোঁজে মন্দিরে যাও
দূর দুরান্তের সর্ষেক্ষেত পেরিয়ে,
অঞ্জলি দাও ভালোবাসার ফুল তুলে.......
পুজোর প্রসাদ বিতরণ সকলকে
বাকি প্রসাদ খুঁটে নিয়ে যায় লাল পিঁপড়ে,


তারপর,
তোমাকে ভেঙে চূরে গড়বো বলে
কামনার কাছে পাপী হই
পূণ্য তখনো রয়ে যায় মন্দিরের
বদলে যাওয়া প্রসাদি বাক্সে,


আজ দরজার সম্মুখে ঝরে গেছে
সব বকুল ফুল
তুমি জানো কী..........