তোমার জন্য
    জেগে জেগে
          রাতের তারা গুনছি।
তারা গুনতে গুনতে,
          পাশে পরে থাকা
              ফোনটা বেঁজে ওঠবে অন্ধকারে।
কৃষ্ণকলি নামটা
                    মোবাইলের স্কিনে ভেসে ওঠবে,
আকাশের তারা গুলি বলে ওঠবে,
          আর আমাদের সঙ্গে লুকোচুরি নয়।
ওই দেখো তোমার কৃষ্ণকলি
                         তোমাকে ডাকছে।
এবার তুমি ভালবাসার গল্প করো,
  আমাদের সঙ্গে পরে না হয় গল্প করে নিও।


কৃষ্ণকলি রাতে শেষ ফোনটা দিতে পারতে,
  তুমি তো জানো  রাতের ঘুম পাড়ানীর গান,
তোমার কন্ঠে না শুনতে পেলে রাতের ঘুম আসে না।
রাত জেগে জেগে মোবাইলের স্কিনের আলোয়,
  নিজেকে হাতাশ লাগছে  ভীষণ ভাবে।


কৃষ্ণকলি রাতের শেষ ফোনটার রিংটোন
    আজ বোধহয় শুনা হলো না।