মরণসেলফি
ইন্তিখাব আলম


একটা মৃত্যুর মুখে একটা সেলফি চাই, হোক সেটা মরণ সেলফি কোন  যায় আসে না।
নিজেকে খবরের কাগজের পাতায় রাঙিয়ে দিতে পারবো,  ভরিয়ে দিতে পারবো প্রতিটি খবরের চ্যানেলের হেডলাইনে।
তাই  একটা মৃত্যুর মুখে সেলফি চাই।


চলন্ত ট্রেনে ভীরে ভরা দরজায় ঝুলান্ত অবস্থায় অথবা জানালায় মুখটা বের করে  একটা সেলফি চাই।
যদিও এমন হয় আমার মাথা টা সিগন্যালের পোলে ধাক্কা খেয়ে,
আমার দেহ টা ছিটকে গিয়ে বিপরীতগামী  ট্রেনের  নীচে, ,
আর দেহটা দুখন্ডে বিভক্তি  হয়, কোন  যায় আসেনা,
তবুও আমার মরণসেল্ফি চাই।


ষ্টেশনে দূরান্ত  গতিতে ট্রেন ঢুকছে,
এই মুহূর্তে একটা সেল্ফি চাই।
যদি এমনটা হয় ট্রেনের  ধাক্কায়  আমার শরীরটা ছিটকে পড়বে  প্যাল্টফর্মের  আঙিনায়।
আমার ক্ষতবিক্ষত  দেহ  বাঁচতে চাইনা,
চাই একটা মরণ সেলফি,  তাই একটা মৃত্যুর মুখে সেলফি চাই।


পাহাড়ের চূড়ায় আরত্ত ত্রিধার বেষ্টিত প্রস্তরের
ঊর্ধ্বে দাঁঁড়িয়ে একটা সেলফি চাই।
পা পিছলে পাহাড়ের পাদদেশে শরীরের মৃত্যু,
তখনো জীবন্ত  প্রতিটি রক্তকণিকা চাই একটা সেলফি, দেহান্তরের মরণসেলফি।
চাই বিষাক্ত সাপের মুখে মুখ রেখে চুম্বন দৃশ্যে,
কখনো ঝুলান্ত ব্রিজের অভিমুখে দাঁড়িয়ে।
যেখানে মৃত্যুর ভয়, সেখানে মৃত্যুকে জয় করার জন্য চাই সেলফি।
হোক অস্তিত্বের মৃত্যু, কোন যায় আসেনা,
কিন্তু মৃত্যুর মুখে চাই একটা মরণসেলফি।


রচনাকাল - ৬/০৫/২০১৭ থেকে ২৫/০৭/২০১৭, শেষ সময়- ১/২৩ পি, এম।