আমি পৃথিবীর বুকে হেঁটে চলেছি অনন্তকাল ধরে, জীবত লাশ রূপে।
কত বর্ষ আমি ক্ষুধাতুর, ঘরহীন,
পথ আমার চলার পথের সঙ্গী, আমি পথযাত্রী,
ফুটপাত আমার ঘর, রেল ষ্টেশন আমার বাড়ি।
পাহারের পাদদেশে কাঙ্গাল শিশুটি যাকে রোজ খাবারের জন্য ছুটতে হয়, সেই শিশুটি আমি।
প্রতিদিনের মতো বেলাশেষে আমি ক্লান্তি হয়ে
খোলা আকাশের নীচে ফুটপাতের বিছানায় আমি শায়িত।
সন্ধ্যে গড়িয়ে রাত্রি, কুয়াশার মধ্যে চাঁদ আর মেঘের লুকাচুরি দেখতে দেখতে ঘুমের দেশে।
দুপুর রাতে হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে নিদ্রা ভেঙে গিয়ে মনে হলো স্বপ্নের জগতে আহরণ করছি।
আকাশের বুকে আতসবাজির মেঘ, আকাশ সেজেছে রামধনুর সাতটি রঙে, ফোটকার শব্দ,  বিভিন্ন দিক থেকে ভেসে আসা গানের সুর,  অসুর আর মানুষের চিৎকার হ্যাপি নিউ ইয়ার।