অরণ্য  তুমি আমায় স্বাধীনতা   দিতে পার?
একটা পূর্ণ স্বাধীনতা ।
জানি পারবে না অরণ্য,
তুমি স্বার্থপর , তুমি দুর্বল অরণ্য,
তুমি সভ্য জগতের , একজন ভদ্র অসভ্য ।


ওহ!! তুমি নারীর নারীত্ব কে বোঝোনা  
আর ...
তুমি আমাকে কি করে বুঝবে  অরণ্য ??
ওহ!! তুমি মিথ্যা  বল  যে  তুমি আমাকে ভালবাস,
ভালবাস  না ছাই বাস অরণ্য ।
আর কত মিথ্যা প্রতিশ্রুতি দেবে তুমি?
আর কত নীচে  নামতে পারবে অরণ্য  ,
অরণ্য আমি পারছিনা ,
তোমার প্রতিহিংসা , নিষ্ঠুররতায়
আজ আমি ক্লান্ত , আমি দুর্বল হয়ে পড়েছি ।


অরণ্য আমাকে অরণ্য দিতে পার , অভয়ারণ্য ?
যেখানে তোমার মত শকুনের দল আমাকে
স্পর্শ করতে পারবে না।
তাই একটা পূর্ণ প্রাচীর ঘেরা অভয়ারণ্য  চাই ,
জানি, তুমি তা পারবে না।
কেননা আমি- হীনা তুমি আজ অচল , অক্ষম ,নিরুপায়।


তুমি কি জানো  তোমার  জন্য , আজ আমি ধর্ষিতা  ,
আর কতবার  ধর্ষণ  করবে অরণ্য ?
তুমি বলছ ," মেয়েদের ছোট ছোট পোশাক ধর্ষণের  কারন --"
হ্যাঁ অরণ্য, আমি জানি  এটা ।
যেখানে  তোমার নারীর পায়ের
গোড়ালি দেখলে পুরুষত্ব জেগে ওঠে
সেখানে ছোট পোশাক  তুচ্ছ বস্তু।


বৃদ্ধ বয়সে  তুমি পুরোহিত বেশ নাও
আর মেয়েদের বাল্য বিবাহ দিতে বাধ্য কর,
হয়ত তোমাদের ধর্ম শাস্থে  আছে এ অগত্যা নিয়মাবলী,
এই অন্ধসমাজ    বাল্যবিবাহ নামে বালিকা ধর্ষণের প্রতিবাদে  সচ্চার না হয় ,
সেটাও তোমারই  স্বার্থে অরণ্য, তাই না ?


তুমি ভেবে দেখেছ অরণ্য ,বিজ্ঞাপনের  নতুন পাতা থেকে সিনেমার রঙিন  দৃশ্য
সর্বত্র নারীকে  উলঙ্গ করেছ তুমি ,
আর ছোট পোশাকের দোষ দিচ্ছ?
সেটাও তো তোমারই তৈরী অরণ্য।
তুমি বলতে পার অরণ্য সমস্ত শিশু ধর্ষণ , বাবার হাতে মেয়ের ধর্ষণ কি
সেই তোমারেই তৈরী ছোট পোশাকের জন্যে ?


আসলে তুমি নারি খেকো বাঘ একটা,
তোমারই প্রয়োজনে  নারীকে উলঙ্গ করবে , ছোট পোশাক পরাবে,
লক্ষ কোটি টাকার মুনাফা লুটবে , আবার তোমারই প্রয়োজনে ধর্ষণ করবে  ।
এই উলঙ্গ -অচল - নিরুপায় সমাজ কে , আর কত উলঙ্গ করবে ?
আর পারছিনা অরণ্য , আমায় একটা অভয়ারণ্য দাও ।
আমি মুক্ত হতে চাই --
অরণ্য, আমি স্বাধীনতা চাই  ।।