এ কেমন ভালবাসা?  
মৃত্যু কে ভয় পায় না,
ভালবেসে  নিজেকে,
মৃত্যুঞ্জয় বলে ঘোষণা  করে।


ভালবাসা  কী দুটি শরীরের,
জ্বলন্ত অগ্নি পিণ্ডের মিশ্রণ?
জীবনের চলার পথকে দুর্গম  করে তোলে।
মনের মধ্যে আকুলি বিকুলি  যন্ত্রণায়
জীবন্ত নিথর  দেহ কে প্রেমের আগুনে ভস্মিত করে।


এ কেমন ভালবাসা,
পূর্ণিমা রাতে খোলা আকাশের নীচে,
প্রেমের হাত ধরে অনেকটা পথ
পরিভ্রমণে বেড়িয়ে পরার ইচ্ছা
মনের ভিতর বাহিরে উঁকি  মারে।


এ কেমন ভালবাসা,
অজস্র  উজ্জ্বল  নক্ষত্রের মধ্যে ,
উত্তম  নক্ষত্র তোমাকেই মনে হয়।
তোমার আলোকে নিজেকে আলোকিত
করার প্রয়াস।


এ কেমন ভালবাসা,
শত বাধা বিপত্তির পরেও
তোমাকেই ভালবেসে যায়।
তোমার ওই নরম ঠোঁটের
প্রতিটা প্রথম চুম্বনে তোমাকেই পেতে চাই।
তোমার নরম এক ফালি হাসির জন্য,
নিজেকে বিলীন করে দিতে চাই,
তোমার আমার প্রেম সাগরে তীরে ।


সময় - রাত্রি ৯.৪৭, তং - ২৭/০১/২০১৭