ভালবাসা দিবসে তোমাকে লাল, গোলাপী,
হলুদ  রঙ  মাখিয়ে বসন্তের সৌরভে
গোধূলি  বেলায় একমুঠো রোদ কুড়াবো।
তুমি আসবে না,  আমার সঙ্গে  
একটু  সঙ্গ দিবে না,
তোমার সঙ্গে প্রেমের জোয়ারে নিজেকে ভাসাতাম।


বসন্তের রুপোলী শাড়ী  পরে,  
কপালে লাল টিপ দিয়ে,
আলুথালু চুলে বসন্তের পরী  হয়ে
ভালবাসা দিবসে আমাকে
আপন করে নিতে পার না।
চলো না একটু বদলে যায়, নতুন রূপে
এই দিনে ভালবাসার আগুনে ঝাঁপ দিই।


ফাগুনের  গাছে গাছে দেখো  
কত নতুন কুঁড়ি রা এসেছে,
কত ফুলে ফুলে ভ্রমরা তাদের
প্রেম ছড়িয়ে দিচ্ছে নৈশব্দে।
চলো না এক গুচ্ছ লাল গোলাপে
প্রেম  ছড়িয়ে দিই এই বসন্তের সৌরভে।


শুনেছি ভালবাসা দিবসে আগত প্রেম,
কেউ ফিরিয়ে  দেয় না, আসা করি
তুমিও দিবে না আমার প্রেম  ফিরিয়ে।
   সময়-সকাল ৮টা ৪৮,  তং-১৪/০২/২০১৭